পপুলার২৪নিউজ ডেস্ক:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতসমূহে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি।
এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ২০৯টি ও ফৌজদারি মামলার সংখ্যা ১৯ লাখ ১৮ হাজার ৫২৭টি এবং অন্যান্য (কনটেম্পট পিটিশন/রিট/আদিমসহ) মামলার সংখ্যা ৮৬ হাজার ৯১৩টি।
সোমবার জাতীয় সংসদে বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বিচারক নিয়োগের বিষয়ে বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ৩ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া অধস্তন আদালতে মোট ৪২৭ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমনসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আরও ৪১টি ট্রাইব্যুনাল ও ২টি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সৃজন করেছে এবং
ওই ট্রাইব্যুনালসমূহের জন্য ২০৫টি সহায়ক পদও সৃজন করা হয়েছে। নতুন এ পদগুলোতেও বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
নতুন বিচারক নিয়োগের ফলে বিচারাধীন মামলার সংখ্যা কমে আসবে বলেন আইনমন্ত্রী।
এছাড়া আশা করছি খুব শিগগিরই রাষ্ট্রপতি আপীল বিভাগে কিছু সংখ্যক বিজ্ঞ বিচারক নিয়োগ করবেন।