৩২১ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের তৃতীয় দিনের শুরুতেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাদের প্রথম ইনিংস থেমেছে ৩২১ রানে। তবে এরই মধ্যে ১০৯ রানের লিড পেয়ে গেছে সফরকারীরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ২১২।

৮ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া আর ১১ বল টিকতে পেরেছে। ঝড়ো ব্যাটিং করা অসি অধিনায়ক প্যাট কামিন্সকে (১৮ বলে ২৬) বোল্ড করেন আসিথা ফার্নান্ডো। একই ওভারে মিচেল সোয়েপসনকেও (১) বোল্ড করে অস্ট্রেলিয়াকে ৩২১ রানে আটকে রাখেন এই পেসার।

তবে অস্ট্রেলিয়া যে লিড পেয়েছে, তাতে গল টেস্টের নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই। প্রথম ইনিংসে উসমান খাজা ৭১, ক্যামেরুন গ্রিন ৭৭ আর অ্যালেক্স কারের ব্যাট থেকে আসে ৪৫ রান।

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল রমেশ মেন্ডিস। ১১২ রান খরচায় ৪টি উইকেট নেন এই অফস্পিনার। ২টি করে উইকেট শিকার আসিথা ফার্নান্ডো আর জেফ্রে ভেন্ডারসের।

পূর্ববর্তী নিবন্ধম্যাচের মাঝপথে করোনা ধরা পড়লো অ্যাঞ্জেলো ম্যাথিউজের
পরবর্তী নিবন্ধসরকারের অবহেলায় করোনা সংক্রমণ বাড়ছে: মোশাররফ