৩০ বছরের পুরনো টাকা উদ্ধার করেছে সোনালী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: উপসাগরীয় যুদ্ধে (১৯৯১ সালে যুদ্ধ সংঘটিত হয়) ইরাকের এক ব্যাংকে আটকা পড়ে বাংলাদেশের শ্রমিকদের টাকা। আবার একই সময়ে বাংলাদেশ থেকে যে পাটপণ্য রফতানি হয় তার অর্থও ফেরত আসেনি। ফলে দেশটিতে এখনও রয়ে গেছে বিভিন্ন ব্যাংকের বেশ কিছু টাকা।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক দেশটি থেকে ২ লাখ ৫৭ হাজার ডলার ফেরাতে ইরাকের একটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। ফলে তিন দশক পর ফিরতে শুরু করছে দেশটিতে আটকে থাকা এ দেশের শ্রমিকের টাকা। সম্প্রতি সোনালী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ইরাকের একটি সরকারি ব্যাংকের কাছে থাকা ২ কোটি ১৮ লাখ টাকা আদায় করেছে সোনালী ব্যাংক। এ টাকা ফেরত আনতে সম্প্রতি বাগদাদের রাফিদেইন ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির চেয়ারম্যান মিজ খাওলা তালিব জব্বারের সঙ্গে সমঝোতা চুক্তি করে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল। চুক্তি অনুযায়ী শিগগিরই দেশটির ব্যাংক এ টাকা ফেরত পাঠাবে।
চুক্তি স্বাক্ষরকালে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ফরেন রেমিটেন্স ম্যানেজমেন্ট ডিভিশনের উপমহাব্যবস্থাপক মো. আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন। ইরাকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু মাকসুদ মো. ফরহাদের কূটনৈতিক প্রচেষ্টায় এ অর্থ পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

 

পূর্ববর্তী নিবন্ধদেশের ২১টি ব্যাংকের মূলধন ৩ ব্যক্তির কাছে : বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধস্বর্ণালংকার আমদানির ওপর কড়াকড়ি আরোপের দাবি স্বর্ণ শিল্পীদের