৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। মানুষ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে। আমরা আগেই বলেছি এ ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতার কবর জিয়ারত শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সহিংসতায় নিহত তোজাম্মেল হক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্বাচনের দিন নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা নিহত বিএনপি নেতার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তারা নিহতের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও নির্বাচনের দিন আহত বিএনপি কর্মী পূর্ব খলাইঘাট এলাকার বাসিন্দা আব্বাস, কবির, তফিজ, সামিউর, হারুন,শাহ আলম, দেলওয়ার ও শাহ জাহানের হাতেও অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

প্রতিবাদ সমাবেশে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কম্প্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্রাঞ্চেস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিজারে নবজাতককে কেটে ফেললেন চিকিৎসক