২ ম্যাচ পরেই বিপিএলের টিকিটমূল্য অর্ধেক কমলো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দুই ম্যাচ বাদেই দ্বিতীয় কোয়ালিফায়ারে টিকিটের মূল্য অর্ধেক কমিয়েছে বোর্ড।

রোববার দিবাগত রাতে এক বিবৃতি দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিটের মূল্য প্রকাশ করে বোর্ড। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স।

আগের মতোই দ্বিতীয় কোয়ালিফায়ার দেখা যাবে সর্বনিম্ন ১০০ টাকায়। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ১০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। ১০০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

এর আগে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারে সর্বনিম্ন ছিল ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ক্লাব হাউজ ছিল ৮০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড-ভিআইপি স্ট্যান্ড ছিল যথাক্রমে ২০০০ ও ১৫০০ টাকা।

আজ ও কাল ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

 

পূর্ববর্তী নিবন্ধতাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে
পরবর্তী নিবন্ধআদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের আদেশ স্থগিত চেয়ে আবেদন