২ ব্রাজিলিয়ানে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : দুই ব্রাজিলিয়ানে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো- উভয়েই জোড়া গোল করেছেন। আর তাতেই শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠের খেলায় রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। অন্য গোলটি করেছেন দানি কারভাজাল।

ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই রিয়াল মাদ্রিদ গোলের দেখা পায়। ম্যাচের বয়স তখন মাত্র তিন মিনিট। ম্যাচে বলের প্রথম স্পর্শেই গোল করেন দানি কারভাজাল। লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণ নিয়ে বা পায়ের ভলিতে দারুণভাবে বল জালে জড়িয়ে দেন তিনি। শুরুতেই গোল হজম করলেও দমে যায়নি ভ্যালেন্সিয়া। একের পর এক আক্রমণ রচনা করেছে দলটি। দুইবার গোল পাওয়ার খুব কাছাকাছি পৌঁছেছিল তারা। কিন্তু রিয়াল গোলরক্ষক অ্যান্দ্রি লুনিন দারুণ দক্ষতায় তাদের গোল বঞ্চিত করেন।

ভ্যালেন্সিয়া যেমন আক্রমণ করেছে তেমনি ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো ধারাবাহিকভাবে ভ্যালেন্সিয়ার রক্ষণভাগে আক্রমণ করেছে। ৪২ মিনিটে ভিনিসিয়াস ব্যবধান দ্বিগুন করার আগে একাধিক সুযোগও তারা পেয়েছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভ্যালেন্সিয়ার রক্ষনভাগের ওপর দিয়ে ছোট্ট একটা ঝড় বয়ে যায়। সে ঝড় শেষে তারা স্কোর বোর্ডে রিয়ালের গোলের সংখ্যা চার দেখতে পায়। ৪৯ মিনিটে ভিনিসিয়াস এবং ৫০ মিনিটে রদ্রিগো গোল করে। ৮৪ মিনিটে আবার রদ্রিগো গোল করেন। ম্যাচের শেষ মুহুর্তে হুগো ডুরো গোল করে ব্যবধান ৫-১ করেন।

বিশাল এ জয়ের পরও রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩২। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। গতকাল জিরোনা রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারায়। এ জয়ে তারা শীর্ষস্থান ধরে রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধঅবরোধের আগের রাতে ৯ বাসে আগুন
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছেন বাংলাদেশ দল