২ উইকেট নিলেন সাকিব, ব্যাট হাত ফের গোল্ডেন ডাক

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে গোল্ডেন ডাক মারার পর নিয়েছিলেন এক উইকেট। বৃহস্পতিবার বল হাতে ২ উইকেট নেওয়ার পর ফের মারলেন গোল্ডেন ডাক। অবশ্য আগের ম্যাচের মতো এবারও জিতেছে বাংলাদেশি অলরাউন্ডারের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

সেন্ট লুসিয়া কিংসকে ৪ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে দলটি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অষ্টম ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা। ৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা ত্রিনবাগো নাইট রাইডার্সকে টপকে পাঁচে তারা। ২ ম্যাচ বেশি খেলে চারে থাকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের চেয়ে এক পয়েন্ট পেছনে গায়ানা।

ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নেন সাকিব। প্রথম বলে সিঙ্গেল দেওয়ার পর দুটি ডট বল। চতুর্থ বলে ফাফ ডু প্লেসির ব্যাটে ডিপ মিড উইকেট দিয়ে চার হজম করেন তিনি। পরের বলে ইনিংসের প্রথম ছক্কা দেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে। প্রথম ওভারে বাঁহাতি স্পিনার দেন ১১ রান।

সপ্তম ওভারে আগেরটির চেয়ে নিয়ন্ত্রিত বোরিং করেন সাকিব। অবশ্য ডু প্লেসি আরেকটি চার মারেন। ৭ রান দেন ওভারটিতে।

নিরোশান ডিকবেলা ও ডু প্লেসি যখন ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেন, তখন ইমরান তাহির ব্রেকথ্রু আনেন। ১৩২ রানের জুটি তিনি ভেঙে দেন ডিকবেলাকে (৩৬) ফিরিয়ে। এরপর সাকিব দ্বিতীয় স্পেলে বল হাতে নেন। পান সাফল্য। ১৫তম ওভারে অ্যাডাম হোসেকে (১) ফেরান স্টাম্পিংয়ে। তৃতীয় ওভারে ১ রান দিয়ে নেন ১ উইকেট।

নিজের শেষ ওভারে ৩৫ বছরের এই স্পিনার পান দ্বিতীয় উইকেট। প্রথম দুই বলে দুটি ছক্কা মারেন ডেভিড উইজ। তৃতীয় বলে তাকে এলবিডব্লিউ করে থামান সাকিব। ১৪ রান দিয়ে ওই ওভারে ১ উইকেট নেন।

৪ ওভার শেষে সাকিব ৩৩ রান খরচায় নেন ২ উইকেট।

ডু প্লেসির ১০৩ রানের কল্যাণে সেন্ট লুসিয়া ৫ উইকেটে ১৯৪ রান করে।

 

পূর্ববর্তী নিবন্ধফিল্মি স্টাইলে আমির কন্যাকে প্রেমিকের বিয়ের প্রস্তাব
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের আরও ১৭০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র