২৮ নভেম্বর থেকে চালু হবে ই-পাসপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আগামী ২৮ নভেম্বর থেকে ই পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

সম্প্রতি তার ইউরোপ সফরে জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ই-পাসপোর্ট জুলাইয়ের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে আলোচনা হয়।

তিনি বলেন, সেখানে আমাদের প্রবাসীরাও দাবি করেছেন, যাতে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হয়।

মন্ত্রী বলেন, ই-পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। এতে প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তারা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।

ড. মোমেন বলেন, আমি মনে করি নতুন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।

পূর্ববর্তী নিবন্ধঅনুপ্রবেশকারীদের তালিকা করেছে আওয়ামী লী‌গ
পরবর্তী নিবন্ধবাংলাদেশে পারিবারিক কৃষির চর্চা, সংকট ও সম্ভাবনা” নিয়ে কর্মশালা