বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েই যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইংল্যান্ডের ওপেনার হিসেবে টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির ঘটনা ১৯৯০ সালের পর এই প্রথমবার ঘটল।
সর্বশেষ ১৯৯০ ভারতের বিপক্ষে লর্ডসে ৩৩৩ রান করেছিলেন সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। বার্মিংহামে ২৪৩ রানের অসাধারণ ইনিংসটি খেলে দীর্ঘ ২৭ বছরের শূন্যতা পূরণ করলেন ইংল্যান্ডের সফলতম অধিনায়ক।
২০০৩ সালের পর ইংল্যান্ডের মাটিতে কোনো ওপেনারের ডাবল সেঞ্চুরি এটি। ২০০৩ সালে এই বার্মিংহামেই ইংল্যান্ডের বিপক্ষে ২৭৭ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ডাবল সেঞ্চুরি করা ইংল্যান্ডের ষষ্ঠ ওপেনার কুক। এই তালিকায় অন্য পাঁচজন হলেন গ্রাহাম গুচ, জিওফ বয়কট, জন এডরিচ, স্যার লিওনার্দ হাটন এবং অ্যান্ডি স্যান্ডহাম।