২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৭ এ‌প্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এই তথ‌্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রস‌চিব বলেন, আজকের বৈঠকে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে সমঝোতা স্মারক সই নিয়ে এক প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, সেগুলোকে এই সফরটাকে (পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর) মাথায় রেখে; যেন চূড়ান্ত করতে পারি পররাষ্ট্র মন্ত্রাণালয় এবং পাকিস্তান দূতাবাস মিলে একটা ওযার্কিং গ্রুপ গঠন করেছি। যাতে করে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে কাজ করে চূড়ান্ত করতে পারি।

শিগগিরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তান সফর করবেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, আমরা আপতত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কাজ করছি।

উল্লেখ্য, ২০১২ সালে সাবেক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী ঢাকা সফর করেছিলেন। এরপর গত ১৩ বছরে আরও কোনো পাকিস্তানি মন্ত্রী ঢাকা সফর করেননি।

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমুন্সিগঞ্জে সংঘর্ষে উড়ে গেলো বাসের ছাদ, যাত্রীদের নিয়েই ছুটলো ৫ কিলোমিটার