ভারতের বিরুদ্ধে ২৬০ রানে থামল সফরকারী অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
প্রথম দিনের ২৫৬ রানের সঙ্গে দ্বিতীয় দিনে মাত্র ৪ রান যোগ করতে পেরেছেন অজি ব্যাটসম্যানরা।
দ্বিতীয় দিনে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসন স্টেডিয়ামে অজি ব্যাটসম্যান মিচেল স্টার্ক ব্যক্তিগত ৬১ রানের মাথায় নিজের উইকেটটি খুঁইয়ে বসেন।
আর স্টার্কের উইকেট শিকারের মধ্য দিয়ে এবারের মৌসুমের ৬৪তম উইকেটের স্বাদ নেন অশ্বিন। এর মধ্য দিয়ে ৩৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড গড়েন তিনি।
ভারতীয় বোলার হিসেবে এক মৌসুমে সবোর্চ্চ উইকেট সংগ্রহের রেকর্ড এখন তার ঝুলিতে।
এর আগে ১৯৭৯-৮০ মৌসুমে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৬৩ উইকেট নিয়েছিলেন।
প্রথম দিনের শেষে স্টার্ক ৫৭ রান করে অপরাজিত ছিলেন। তার সঙ্গে শেষ ভরসা হিসেবে ছিলেন ৩১ বলে ১ রান করা জোশ হ্যাজলেউড।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। তার ইনিংসটি ১৫৬ বলে ১০টি চার ও একটি চারে সাজানো। এছাড়া ৫৭ রানে অপরাজিত থাকা স্টার্কের রান দ্বিতীয় সর্বোচ্চ।
প্রথম ইনিংস শেষে ভারতের উমেশ যাদব ৪টি আর অশ্বিন ৩টি উইকেট নিয়েছেন। জাদেজা নেন ২ উইকেট।