পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর, কুড়িগ্রাম, লালমানিরহাট, রংপুর ও নীলফামারিতে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে কমপক্ষে ৭ জন।
গত ২৪ ঘন্টায় তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলাসহ দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেশকিছু পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দিনাজপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জেলার বিরল উপজেলায় একই পরিবারের তিনজন সহ মোট পাঁচ জন, দিনাজপুর সদরে চার জন, কাহারোল উপজেলায় পাঁচ মারা গেছে। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামে বন্যায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে শহরে তোলাপোতা এলাকায় একজন এবং হোলখানা এলাকায় আরও একজন মারা গেছে। অন্যদিকে রাজারহাটের চিলা এলাকায় পানিতে ডুবে দুইজন নিখোঁজ রয়েছে।
এদিকে লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ববড়ুয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ একই পরিবারের নিখোঁজ চার জনের মধ্যে দুই জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
নীলফামারির হরিণচড়া আর বগ্দাবুড়ি এলাকায় পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। একাত্তর টিভি অবলম্বনে