২৪ ঘণ্টায় আরও ১৭৫ পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ১৭৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রোববার (১৭ মে) সকাল পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৭-এ।

এর আগে গতকাল শনিবার (১৬ মে) রেকর্ড সংখ্যক ২৪১ জন পুলিশ সদস্যের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সে হিসাবে ওই দিন পর্যন্ত মোট আক্রান্ত ছিল দুই হাজার ৩৮২ জন।

রোববার পুলিশের করোনাভাইরাস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৯৫ জন সদস্য আছেন। আর আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনাভাইরাসমুক্ত হয়ে ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে রোববারই বিজয়ীর বেশে ঘরে ফিরেছেন ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন আট জন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা এসেছিলেন বলেই জাতি কলঙ্কমুক্ত : কাদের
পরবর্তী নিবন্ধদ্বিতীয় সংসারও ভেঙে গেল অপূর্বর