২৩ রানে তিন উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

সেমির লক্ষ্যে খেলতে নেমে ২৩ রানেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শূন্যর দেখা পান তানজিদ। এরপর দ্রুতই শান্ত-সাকিবকে হারায় বাংলাদেশ। শান্ত করেন ৫ রান। সাকিব ফেরেন খালি হাতেই। ৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী সৌম্য সরকার।

বাংলাদেশকে ১১৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১১৫ রান করেছে রশিদ খানের দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ। রান রেটে এগিয়ে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে ১২.১ ওভারে এই লক্ষ্য ছুঁতে হবে।

স্কোর লেভেল করে যদি চার মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৩ ওভার। কিংবা স্কোর লেভেল করে যদি ছক্কা মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৫ ওভার।

পূর্ববর্তী নিবন্ধহাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া আর নেই
পরবর্তী নিবন্ধসেমিতে যেতে কত ওভারে জিততে হবে বাংলাদেশকে