২০ ফিটের কম প্রশস্ত রাস্তার উন্নয়ন করবো না: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ৪৬ নম্বর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নকাজ পরিদর্শন করেছেন মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১১ অক্টোবর) ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের চাঁনপাড়া এলাকায় পরিদর্শনে যান তিনি। এছাড়া পরিদর্শন চাঁনপাড়া এলাকায় পথসভা করেন মেয়র।

পথসভায় মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি এরই মধ্যে কাউন্সিলরদের বলেছি, যে এলাকার রাস্তা ২০ ফিট প্রশস্ত নয় সেই এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজ করবো না। ২০ ফিটের নিচে রাস্তা হলে সেখানে না যাবে অ্যাম্বুলেন্স, না যাবে ফায়ার সার্ভিসের গাড়ি। যদিও অনেকে রাস্তার জন্য জায়গা ছেড়েছেন, যারা এখনো ছাড়েননি তাদের ছাড়তে হবে।

তিনি বলেন, আজ যখন আমি সঙ্গে বুলডোজার নিয়ে আসছি, তখন অনেক বাড়ির মালিক বলছেন— মেয়র সাহেব আমরা নিজেরাই বাড়ি ভেঙে রাস্তার জন্য জায়গা দেবো। তখন আমি বাড়ির মালিকদের বললাম এতদিন কেন ভাঙেননি। এ রাস্তা দিয়ে তো আপনারাই যাতায়াত করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আগামী ১৪ অক্টোবর রাজধানীর কাওলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ওইদিন আমি আপনাদের হয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে একটি দাবি করবো। বলবো, প্রধানমন্ত্রী আমাদের মেট্রোরেল দিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েছেন সেজন্য আপনাবে ধন্যবাদ। তবে, উত্তরখান, দক্ষিণ খান, হরিরামপুর, আব্দুল্লাহপুরের বাসিন্দাদের জন্য আমি আরেকটি দাবি করবো। সেটি হলো এ চারটি এলাকা দিয়ে প্রতিদিন অনেক ট্রেন আসা-যাওয়া করে। এ এলাকার বাসিন্দাদের জন্য উড়াল সড়ক করে দিন।

মেয়রের এমন আশ্বাসে উপস্থিত সবাই করতালি দিয়ে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধগাজায় খাদ্য-জ্বালানি-পানি প্রবেশের অনুমতি দিতে হবে: জাতিসংঘ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে ম্যাচকে কঠিন বলছে নিউজিল্যান্ড