২০ জনকে কৃত্রিম পা সংযোজন করে দিচ্ছে ‘স্বপ্ন নিয়ে’

প্রেস বিজ্ঞপ্তি

দীর্ঘদিন ক্র্যাচ, লাঠি কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন লক্ষীপুরের রামগতী ও কমলনগরে বিভিন্নভাবে পা হারানো ২০ জন। তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’।

সমাজের বিত্তবানদের সহযোগিতায় ’স্বপ্ন নিয়ে’ ঢাকায় সাভারের সিআরপিতে এ অসহায় মানুষগুলোর কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছে। গতকাল সোমবার প্রথম ধাপে ১০ জনের পা লাগানোর কাজ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘স্বপ্ন নিয়ে’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সমন্বয়ক (আইটি) পারভেজ অনিক।

এ প্রসঙ্গে আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এ সকল মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। পক্ষাঘাতগ্রস্থ অসহায় ও গরীব মানুষের প্র্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেন গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরও সহজ ও সুন্দর হবে সে লক্ষ্যেই স্বপ্ন নিয়ে এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে সিআরপি কর্তৃপক্ষসহ যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা গভীর ‍কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধ১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র আমু
পরবর্তী নিবন্ধরিজেন্টের গ্রেফতার ৮ জনকে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ