২০২৫ সালের মধ্যেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সারা দেশের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৫ সালের মধ্যেই শুরু হবে এ বিদ্যুৎ উৎপাদন।

বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে প্রতিদিন ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সিএফসি নামে একটি চায়না প্রতিষ্ঠান তাদের নিজস্ব বিনিয়োগে এ বিদ্যুৎ উৎপাদন করবে। পরে তাদের কাছ থেকে এ বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে বাংলাদেশ কেবলমাত্র বর্জ্য সরবরাহ করবে।

তিনি জানান, আগামী ২০ জুলাই আমিনবাজারে সিনারেশন প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধসামনে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভালো হবে: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ১৪৬ রানেই অলআউট আফগানিস্তান