২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস মহামারির কারণে ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) অনলাইন সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়।

দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের ছয় দিন ক্লাসে আনা হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা দু’একদিন স্কুলে এসে ক্লাস করবে পাশাপাশি তাদের অনলাইন ক্লাসও চলবে।

করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি-জেডিসি এবং এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। আর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকত্রে বসবাসের শর্তে ৪৭ দম্পতির মামলা নিষ্পত্তি
পরবর্তী নিবন্ধবিএনপির কথা শুনলে মনে হয় দেশটা তারাই স্বাধীন করেছে: কাদের