২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২২৭ জন

নতুন সড়ক পরিবহন আইন নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

২০১৯ সালে ৪৭০২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২২৭ জন। যা ২০১৮ সালের তুলনায় শতকরা ১৫ শতাংশ বেশি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়নে ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান নিরাপদ সড়ক চাই (নিসচা) উপস্থাপন করে।

এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, পুলিশ-প্রশাসনের অবহেলায় হাইওয়েতে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। নতুন সড়ক পরিবহন আইন নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, নতুন পরিবহন আইন নিয়ে চালকদের মাঝে ভুল ধারণা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘সুবিধাবঞ্চিতদের মানবাধিকার রক্ষায় জনস্বার্থ মামলা সহায়ক’
পরবর্তী নিবন্ধগণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন: কাদের