১ বছর পর টেস্ট জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : সবশেষ ছয় টেস্টে দুটি ড্র ও চারটিতেই হেরেছিল পাকিস্তান। এক বছর পর আগে তারা শ্রীলঙ্কার গলেই সবশেষ জিতেছিল। ঠিক এক বছর পর আবার গলেই টেস্ট জিতল বাবর আজমের দল।

বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টেস্টের শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমিরা। গতকাল ১৩১ রানের লক্ষ‌্য তাড়ায় শেষ বিকেলে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। আজ তাদের জিততে প্রয়োজন ছিল ৮৩ রান। শ্রীলঙ্কার দরকার ছিল ৭ উইকেট।

সকালের সেশনে তীব্র লড়াই হলো ঠিকই। স্বাগতিকরা ৩ উইকেট তুলে নেয়। কিন্তু ইমাম-উল-হকের অপরাজিত ফিফটি, বাবর আজম ও সৌদ শাকিলের লড়াকু ব্যাটিংয়ে প্রথম সেশনেই ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৩০ রানের ইনিংস খেলে ম‌্যাচ সেরা হয়েছেন সৌদ শাকিল।

ইমাম-উল-হক ২৫ ও অধিনায়ক বাবর আজম ৬ রানে দিনের খেলা শুরু করেছিলেন। দিনের শুরুতেই তিন বাউন্ডারি মেরে ভালো শুরু করেন বাবর। মনে হচ্ছিল খুব সহজেই তার ব‌্যাটে পাকিস্তান জিতে যাবে। কিন্তু দিনের ষষ্ঠ ওভারে শ্রীলঙ্কা ব্রেকথ্রু পায়। জয়াসুরিয়ার বলে এলবিডব্লিউ হয়ে বাবরকে ২৪ রানে ফিরতে হয় ড্রেসিংরুমে। ক্রিজে এসে শাকিল দ্রুত ৬ বাউন্ডারিতে জয়ের পথ মসৃণ করে দেন। কিন্তু ম‌্যাচ শেষ করে আসতে পারেননি। ৩০ রানে শেষ হয় তার গল টেস্ট। উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান শরফরাজ আহমেদ ক্রিজে এসেছেন আর বিদায় নিয়েছেন। ১ রানে তার উইকেট নেন জয়াসুরিয়া।

এরপর আর পাকিস্তানকে বিপদে পড়তে হয়নি। ২ রান দূরে থাকতে ক্রিজে এসে সালমান ছক্কা উড়িয়ে দলকে জেতান। ইমাম-উল-হক ৫০ ও সালমান অপরাজিত থাকেন ৬ রানে।

শ্রীলঙ্কায় এটি পাকিস্তানের ষষ্ঠ জয়। দেশটিতে টেস্ট জয়ের হিসাবে ইংল্যান্ডকে ছুঁয়ে ফেলল তারা।

আগামী ২৪ জুলাই দ্বিতীয় ম‌্যাচে কলম্বোতে মুখোমুখি হবে দুই দল।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধকানাডার গ্লোবাল লিগের দলের সহ অধিনায়ক লিটন দাস