চট্টগ্রামঃ
চট্টগ্রাম বান্দরবান জেলার সদর থানাধীন ধনেশ পাখি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বান্দরবান জেলার সদর থানাধীন ধনেশ পাখি চত্বর এলাকায় মাদকদ্রব্য (হেরোইন) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৩ নভেম্বর ২০১৯ ইং তারিখ ১৯০০ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মংসাও মারমা (২৮), পিতা- মৃত চাইলাপ্রো মারমা, গ্রাম- কালাগাতা, থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান এবং ২। পাইনসাসিং মারমা (৪০), পিতা- থুইবওেঁ মারমা, গ্রাম- কচ্ছতলী, থানা- রোয়াংছড়ি, জেলা- বান্দরবান’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ০১ কেজি হেরোইন উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।