১ ও ৪ আগস্ট শেয়ারবাজারেও লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১ ও ৪ আগস্ট সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকছে। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারের লেনদেনও ১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে।

বুধবার (২৮ জুলাই) বিকেলে স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, পুঁজিবাজারে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ হয়। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধের ঘোষণায় পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট পুঁজিবাজারে লেনদেন সকাল ১০ থেকে ২টা পর্যন্ত চলবে। একই সঙ্গে প্রি ওপেনিং এবং পোস্ট ক্লোজিং সেশন ১৫ মিনিট করে থাকছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসাবেক গভর্নর খোরশেদ আলম আর নেই
পরবর্তী নিবন্ধরাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি