১৯ ইউপিতে ভোটগ্রহন চলছে

নিজস্ব প্রতিবেদক:

সমভোট পাওয়া ও বন্ধ ঘোষণা করা প্রায় ১৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ করা হচ্ছে। ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী চলতি বছরের ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপ ও ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ও অন্যান্য ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সমভোট পাওয়া ও বন্ধঘোষিত ভোটকেন্দ্রের ভোটগ্রহণ ২১ মার্চ অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, এর মধ্যে সাতটি ইউপিতে ইভিএমের মাধ্যমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট চলছে। এসব ওয়ার্ডের ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেল কন্ট্রোল রুম থেকে নির্বাচনের সার্বিক বিষয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, অপেক্ষা প্রধানমন্ত্রীর ঘোষণার
পরবর্তী নিবন্ধশীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও এক মরদেহ উদ্ধার