পপুলার২৪নিউজ দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার প্রায় ১৭ বছর পর নির্বাচন পেয়ে ভোটারা খুশি গত ২০০০সালে অক্টোবর মাসের ১০ তারিখ ভোটার অধিকার প্রয়োগ করতে পেরে ছিলেন মুকসুদপুর পৌরসভা বাসি ।এই নিবাচন পেয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি নইে ভোটাদের মাঝে গ্রামগঞ্জ হাট-বাজার,দোকান পাট ও সর্বত্র প্রার্থীদের নয়িে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা কাকে ভোট দেবেন সেই হিসাব নিকাশ করছে। এলাকা ঘুরে ভোটাদরে সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেেলা অধকিাংশ ভোটার দল নয়,সুখ-েদুঃখে যারা এলাকার মানুষরে পাশে থাকবনে ও এলাকায় উন্নয়ন করবে দুর্নীতি মুক্ত থাকবে তাইকে ভোট দিবে । প্রার্থীরা হলো উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড্যাঃ আতিকুর রহমান মিয়া, নৌকা প্রতীক, বিএনপি সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া ধানের শিষ প্রতীক স্বতন্ত্র প্রার্থীরা আহাজ্জাদ মহাসিন খিপু মিয়া মোবাইল প্রতীক, ইব্রাহিম খলিল বাহার মিয়া নাইকেল গাছ প্রতীক, মিজানুর রহমান মন্টু মৃধা চামচ প্রতীক, সাজ্জাদ হোসেন মিয়া জগ প্রতীক। পৌরসভা নির্বাচনে মেয়র পদে,৬ জন প্রার্থী প্রতদ্বিন্দ্বতিা করছনে। দলীয় প্রার্থীর নতো-র্কমী ও স্বতন্ত্র সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোটের সঙ্গে দোয়া চাচ্ছে। আগামী ২৫এপ্রিল মঙ্গলবার মুকসুদপুর পৌরসভা মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪৪ জন কাউন্সিলার ১৩ জন নারী সংরক্ষিত আসন প্রতদ্বিন্দ্বতিা করছনে ।