অনলাইন ডেস্ক:
পাখির গায়ে লাগা আগুন থেকেই ১৭ একর জমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জার্মানিতে।
জার্মানির রসটক শহরে বৈদ্যুতিক তার থেকে সেই পাখির গায়ে আগুন লাগে। এরপর পাখিটা নিচে পড়ে যাওয়ায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, শর্টসার্কিট থেকে সেই পাখির গায়ে আগুন লাগে। আগুন লাগা অবস্থায় পাখিটি শুকনো শস্যের মাঠে পড়ে গেলে সেখানে আগুন লাগে। এরপর সেখান থেকে রেলওয়ের পাওয়ার লাইনে আগুন লাগলে শর্টসার্কিট হয়। সেই আগুন ১৭ একর জায়গাজুড়ে বিস্তৃত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের বিস্তৃতির কারণে ৭ হেক্টর জায়গা নষ্ট হয়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। ৫০ জন অগ্নিনির্বাপক কর্মী-স্বেচ্ছাসেবক এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরজন্য একটি হেলিকপ্টারের সাহায্যও প্রয়োজন হয়।