পপুলার২৪নিউজ ডেস্ক:
কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িত ঘাতকরা এখনও চিহ্নিত হয়নি।
দেশব্যাপী বহুল আলোচিত ওই হত্যাকাণ্ডের ১৬ মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার।
দীর্ঘ এই সময়েও স্পর্শকাতর এ মামলার তদন্ত আলোর মুখ দেখেনি। একাধিকবার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
জিজ্ঞাসাবাদ আর ডিএনএ পরীক্ষার একই বৃত্তে ১৬ মাস ঘুরপাক খাচ্ছে তদন্ত কার্যক্রম।
মামলার তদন্ত কার্যক্রম কতটুকু এগিয়েছে, এ বিষয়ে মিডিয়ায় মুখ খুলতে নারাজ সিআইডি। এখনও তনুর ঘাতকরা চিহ্নিত না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ তনুর পরিবার।
এদিকে তনুর মা আনোয়ারা বেগম বলেন, দীর্ঘ ১৬ মাস পার হয়ে গেল, অথচ খুনিদের কেউ এখন পর্যন্ত ধরা পড়ল না। আমরা চাই তনুর প্রকৃত ঘাতকরা ধরা পড়ুক, শাস্তি পাক।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাত ঘুরে গত ১ এপ্রিল এই মামলার তদন্তভার দেয়া হয় সিআইডিকে।
লাশ পাওয়ার পর ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। পরে আদালতের নির্দেশে ৩০ মার্চ দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। এরপর গত ৪ এপ্রিল প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়, যাতে মৃত্যুর কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরে লাশ তুলে ফের ময়নাতদন্ত করা হয়েছে।