১৫ দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জমা দিতে হাইকোর্টের নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকাসহ সারা দেশে গাড়িতে ব্যবহার করা হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এদিন হাইড্রোলিক হর্নসংক্রান্ত পুলিশ কমিশনারের প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। প্রতিবেদন জমা দেয়ার পর এ আদেশ দেন আদালত।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ।

মঞ্জিল মোরসেদ জানান, যাদের কাছে হাইড্রোলিক হর্ন রয়েছে, তাদের নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো ধ্বংস করবে।

 

পূর্ববর্তী নিবন্ধসিনেমায় ফিরলেন অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধঢাবি অধিভুক্ত ৭ কলেজের ৩য় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা