১২ দিনে ‘ড্রিম গার্ল টু’ সিনেমার আয় ১৫০ কোটি ছাড়িয়ে

বিনোদন ডেস্ক : আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘ড্রিম গার্ল টু’। রাজ শান্ডিল্য পরিচালিত এ সিনেমায় নারী রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। গত ২৫ আগস্ট ভারতের আড়াই হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে শত কোটির বেশি আয় করেছে সিনেমাটি।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘ড্রিম গার্ল টু’ আয় করেছিল ১০.৬৯ কোটি রুপি। গতকাল ছিল মুক্তির ১২তম দিন। এদিন বিশ্বব্যাপী আয় করেছে ৩ কোটি রুপি। ১২ দিনে শুধু ভারতে আয় করেছে ৯১.৯১ কোটি রুপি। আর বিশ্বব্যাপী যার আয় দাঁড়িয়েছে ১১৪.১১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি ৯৭ লাখ টাকার বেশি।

‘ড্রিম গার্ল টু’ সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। তা ছাড়াও রয়েছেন আসরানি, পরেশ রাওয়াল, আন্নু কাপুর, অভিষেক ব্যানার্জি, মনজোত সিং, রাজপাল যাদব, বিজয় রাজ, সীমা পাহওয়া প্রমুখ। ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন একতা কাপুর।

নির্মাতা রাজ শান্ডিল্য ২০১৯ সালে নির্মাণ করেন ‘ড্রিম গার্ল’। এ সিনেমায় পূজার সুরেলা কণ্ঠের জাদু কাবু করেছিল অনেককেই। ফোনের অপর প্রান্ত থেকে এই স্বপ্নের সুন্দরীর মধুর আওয়াজ ভেসে আসত। পূজার আড়ালে আসলে ছিলেন এক পুরুষ। আর তিনি হলেন আয়ুষ্মান খুরানা। দ্বিতীয় পার্টেও পূজা চরিত্র রূপায়ন করেছেন এই অভিনেতা।

 

পূর্ববর্তী নিবন্ধবন্দুক হামলায় পানামা জাতীয় দলের ফুটবলার নিহত
পরবর্তী নিবন্ধ৪ কোটি টাকা চেয়ে এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ