১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক

দেশের ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। দিনভর শীত থাকলেও সূর্যের দেখা মিলছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে। শৈত্যপ্রবাহ ছিল ১০ জেলায়।

আবহাওয়া অফিস বলছে, আজ বাতাসের কারণে শীত বেশি অনুভূত হয়েছে। আগামীকাল শনিবার শৈত্যপ্রবাহের আওতা কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে আজকের চেয়ে আগামীকাল শীত কিছুটা কম থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধপালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি
পরবর্তী নিবন্ধপর্ন তারকাকে ঘুস, ট্রাম্পের সাজা