নিজস্ব প্রতিবেদক করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধও বিএনপি কর্মসূচি চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, দলের সিন্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত সমাবেশে চালিয়ে যাওয়ার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
বুধবার (১২ জানুয়ারি) তিনি এক গণমাধ্যমকে এসব কথা জানান।
তিনি বলেন, অবিলম্বে এ বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এ বিধিনিষেধ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যেখানে বাণিজ্যমেলা চলছে, নির্বাচন চলছে, মার্কেটসহ সবকিছু চালু আছে, সেখানে শুধুমাত্র রাজনৈতিক সমাবেশের ওপর বিধিনিষেধ অর্থবহ নয়।
এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকের প্রতিক্রিয়া জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশে যে নিষেধাজ্ঞা সরকার দিয়েছে, তার পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ দেখছে বিএনপি।
করোনা ভাইরাসের প্রথমদিকে যখন সরকার বিধিনিষেধ জারি করে সেসময় বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছিল।