১০ হাজার টাকা মুচলেকায় সিটিসেল এমডির জামিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এবি ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন সিটিসেলের এমডি মেহবুব চৌধুরী।

রোববার আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারি কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে সিটিসেলের এমডি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

পরে বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা ১০ হাজার টাকা মুচলেকায় আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

শনিবার বিকালে সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন-দুদক।

এরআগে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম অভিযোগের বিস্তারিত তদন্ত শেষে বুধবার রাজধানীর বনানী থানায় বাদী হয়ে এ মামলা করেন।

সিটিসেলের নামে এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় মোরশেদ খানের স্ত্রী নাসরিন খানকেও আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১০ জুলাই নতুন কোচ নির্বাচন করবে ভারত
পরবর্তী নিবন্ধবেতন বাড়িয়েছি, দুর্নীতি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী