১০ বছরে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ সবার শীর্ষে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

গত ১০ বছরে বিশ্বের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে। এখন কেউ আমাদের মিসকিন বলতে পারবে না। বর্তমানে বাংলাদেশ চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার কাতারে। মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে সোনালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, জাতির পিতার কাছে অনেক অনেক কৃতগতা অনেক অনেক ঋন আমাদের সারা জিবন চেষ্ঠা করতে হবে যে জাতির পিতার ঋন যেন শোধ করতে পারি। সোনার বাংলার কনসেপ্ট নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন ছিলো এ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা। একই সাথে এ বাংলা এবং বাঙালিকে বিশ্বের দরবারে তুলে ধরা। তার দেখানো পথে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, এখন আর কেউ আমাদের মিসকিন বলতে পারবে না।
অর্থমন্ত্রী আরও বলেন, জাতির পিতা সারাটি জীবন ব্যয় করেছে এ দেশের জন্য দেশের মানুষের কল্যাণে। জাতির পিতার নামে শুধু একটি ম্যুরাল এবং কর্নার উদ্বোধন করে তার অবদানকে এড়িয়ে যাওয়া যাবে না। মার্চ মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসে বাঙালির অনেক অর্জন রয়েছে। এ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং উন্নয়নশীল দেশের কাতারে এ মাসে পদার্পণ করেছে বাংলাদেশ। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, আমরা চেষ্টা করেছি এখানে বঙ্গবন্ধু অমর বাণি তুলে ধরতে। এখানে আমরা তুলে ধরিছি সরকারি চাকরিজীবীদের উদ্দেশে জাতির পিতার দেয়া ভাষণ। এখানে তরুণ প্রজন্ম যেনো জাতির পিতাকে উপলদ্ধি করতে পারে,জানতে পারে এজন্য তার দেয়া বক্তব্য, ছবিসহ নানা বিষয় তুলে ধরেছি।
সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, রূপালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা মোহম্মদ শামস-উল ইসলাম, শিল্পী পাভেল রহমান প্রমুখ।

 

 

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় মালিকানাধীন দুই ব্যাংক এক আর্থিক প্রতিষ্ঠান পেল নতুন এমডি
পরবর্তী নিবন্ধহজ স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা নেয়া বাধ্যতামূলক