পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
বুধবার সকালে তার বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরের দরজার সামনে বসে রোদে পোহাচ্ছেন। প্রচণ্ড শীতে তার গায়ে দেয়ার মতো তেমন কিছু নেই।
কোমেলা বেগমের নাত-বৌ আরজিনা খাতুন শেষ বয়সের এই মানুষটিকে দেখাশুনা করেন। আরজিনার স্বামী ক্ষেতমজুর, কোনো রকমে সংসার চলে তাদের।
১০৫ বছর বয়সী কোমেলা বেগম সরকারি কোনো সহযোগিতা না পেলেও তার মেজ ছেলে আবুল কালাম (৭০) বয়স্ক ভাতার একটি কার্ড পেয়েছেন। কোমেলা বেগমের ৩ ছেলে ৪ মেয়ে। তাদের মধ্যে ৩ মেয়ে মারা গেছেন।
এই ওয়ার্ডের ইউপি সদস্য একটি মামলায় জেলে থাকায় কোমেলা বেগমের বয়স্ক ভাতার কার্ড পাননি বলে জানা গেছে। তবে এই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আকাল সরদার ও সাদেক বিশ্বাস বয়স্ক ভাতার তালিকা প্রনয়নের অনিয়মে ক্ষোভ প্রকাশ করেন।
তারা জানান, এবার সুযোগ পেলে কোমেলা বেগমের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার দুপুরে এলাকার সাদেক আলী বিশ্বাস ব্যক্তিগতভাবে কোমেলা বেগমকে একটি কম্বল দিয়েছেন।