পোল্ট্রি শিল্পে দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ১০তম আন্তর্জাতিক পোল্টি শো ও সেমিনার ২০১৭ -তে অংশ নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত ২ মার্চ উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গনে ব্যাংকের স্টল উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা খলিলুর রহমান। স্টল উদ্বোধন শেষে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বলেন, কৃষি এবং গবাদি পশু শিল্পের উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় সেবামূলক প্রকল্প রয়েছে। কৃষি বিনিয়োগে ব্যাংকের সাফল্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতি অর্থ বছরেই ব্যাংক ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করে চলেছে। এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে উল্লেখ করে তিনি আয়োজক কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।