হয় ক্ষমা নয় ৫০ কোটি! ডিআইজি রূপাকে হুমকি

 পপুলার২৪নিউজ ডেস্ক:

বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধানাগারে এআইডিএমকে প্রধান ভিকে শশীকলার গোপন রান্নাঘর ফাঁস করে শোরগোল ফেলে দিয়েছিলেন কর্নাটকের কারা বিভাগের ডিআইজি ডি রূপা। তার মাশুলও দিতে হয়েছে তাঁকে। কারা বিভাগের ডিআইজি পদ থেকে একেবারে ট্রাফিক বিভাগে বদল করে দেওয়া হয়েছে এই পুলিশ আধিকারিককে। আর এবার নিজের দপ্তরের প্রাক্তন ডিআইজি ডি রূপার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলার করার হুমকি দিয়ে আইনি নোটিস পাঠালেন কর্নাটকের কারা দপ্তরের ডিজিপি এইচ এম সত্যনারায়ণ রাও।

কর্নাটকের কারা বিভাগের ডিআইজি পদে যোগ দেওয়ার পরই বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধানাগার পরিদর্শনে যান ডি রূপা। সেইসময়ে শশীকলার বিশেষ রান্নাঘর-সহ অন্যন্য সুযোগ-সুবিধার বিষয়টি নজরে আসে কারা দপ্তরের এই পদস্থ আধিকারিকের। গোটা বিষয়টি জানিয়ে কারা দপ্তরের ডিজি এইচ এম সত্যনারায়ণ রাও-কে একটি রিপোর্ট পাঠান ডি রূপা। রিপোর্টে তিনি বলেন, কারা বিভাগের ডিজি বিষয়টি জানার পরেও, বেঙ্গালুরু সংশোধানাগারে এই রান্নাঘর চলছে। সূত্রের খবর, সংশোধানাগারে এই রান্নাঘর তৈরি করার জন্য কারা দপ্তরের আধিকারিকদের ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন শশীকলা।

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর শশীকলার ঘুষের টাকায় খোদ কারা বিভাগের ডিজিও লাভবান হয়েছে, এমন জল্পনা তৈরি হয়। এই কারণেই এবার কারা দপ্তরের প্রাক্তন ডিআইজি ডি রূপাকে ৫০ কোটি টাকার মানহানির মামলা করার হুমকি দিয়ে আইনি নোটিস পাঠালেন কর্নাটকের কারা দপ্তরের ডিজি এইচ এম সত্যনারায়ণ রাও। নোটিসে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে ক্ষমা চেয়ে সংবাদপত্রে বিবৃতি প্রকাশ করতে হবে ডি রূপাকে। আর তিনি যদি তা না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হবে।

কারা দপ্তর থেকে তাঁকে বদলি করে দেওয়া হয়েছে ঠিকই। তবে বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধানাগারে রান্নাঘর-সহ শশীকলা ‘ভিআইপি ট্রিটমেন্ট’ নিয়ে নিজের বক্তব্যে এখনও অনড় ডি রূপা। অন্যদিকে কর্নাটকের কারা দপ্তরের ডিজি এইচ এম সত্যনারায়ণ রাওয়ের প্রশ্ন, সংশোধানাগার চত্বরে বিভিন্ন জায়গার ছবি তুলে রেখেছেন ডি রূপা। তাহলে শশীকলা যে রান্নাঘরটি তৈরি করেছেন বলে অভিযোগ, সেই রান্নাঘরের ছবি তুললেন না কেন? ডিজি-র দাবি, এই ধরনের অভিযোগ ওঠায় তাঁর সম্মানহানি হয়েছে। মানসিকভাবে আঘাত পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে নতুন সেলের প্রধান জঙ্গি জাকির মুসা : আল কায়দা
পরবর্তী নিবন্ধআবর্জনা দিয়ে তৈরি হয়ে গেল বিদ্যালয়!