হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

রোববার পরীক্ষার ফলাফলে তার করোনাভাইরাস পজিটিভ আসে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার সর্বশেষ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দেখা হয়েছিল।

৪২ বছর বয়সী সাকি জানিয়েছেন, তিনি টিকা নিয়েছেন এবং তার রোগ লক্ষণ মৃদু।

মঙ্গলবার বাইডেন ও তিনি নিজেদের মধ্যে ছয় ফুট দূরত্ব রেখে ও মুখে মাস্ক পরে দপ্তরের বাইরে বসেছিলেন বলে জানান তিনি।

শনিবার বাইডেনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল আর এর ফল নেগেটিভ এসেছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পূর্ববর্তী নিবন্ধগ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের সংঘর্ষ, কয়েকজন আহত