ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাচন ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে চালানো ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্ত চালিয়া যাওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হোয়াইট হাউজের অনুরোধ প্রত্যাখ্যান করে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে হোয়াইট হাউজের এমন অনুরোধের তীব্র সমালোচনা করেছে দেশটির মিডিয়া এবং অন্যান্য সংগঠন।
সিএনএন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজ সরাসরি এফবিআই’র সঙ্গে যোগাযোগ করবে না, এই নীতি দীর্ঘদিন ধরে মেনে আসা হচ্ছে। কেননা এফবিআই’র কাজ বিভিন্ন অসমাপ্ত তদন্তের কাজগুলো শেষ করা। আর সেখানে হোয়াইট হাউজের হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়।