কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে, বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এবং সর্বশেষ সংযোজন অধিনায়ক মুশফিকুর রহিম- তিনজনই আজিদের ঘরের মাঠে ২-০ তে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী। খুব সাধারণ দৃষ্টিতে বিষয়টা হাস্যকর লাগতে পারে। কিন্তু গত এক বছরে বাংলাদেশের টেস্ট পারফর্মেন্স দেখলে অতটা অসম্ভব মনে হবে না এটা সত্য। আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথাটা কানে দেওয়া হলো অজি অধিনায়ক স্টিভেন স্মিথের। বোঝা গেল, হুমকিটা হজম করতে বেশ কষ্ট হচ্ছে স্মিথের।
আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে মুশফিক বলেন, ‘হ্যাঁ, অস্ট্রেলিয়াকে ২-০তে হারানোর সামর্থ্য আমাদের আছে। গত ২ বছরে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নিজেদের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি। কয়েক মাস আগে শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কানদের বিপক্ষে নিজেদের শততম টেস্টে জয় পেয়েছি। তার মানে, আমাদের জেতার মতো শক্তি আছে।
‘বাংলাদেশি ক্রিকেটারদের এই চিন্তাভাবনা সংবাদ সম্মেলনে স্মিথকে যখন জানানো হলো, তিনি বিস্ময় গোপন রাখলেন না। বললেন, ‘সত্যি? এটা একটু অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে না?’
বিস্ময়ের ঘোর কাটতেই তিনি আরও বললেন, ‘আমি যতদূর জানি বাংলাদেশ তাদের ১০০ টেস্টের মধ্যে মাত্র ৯টিতে জয় পেয়েছে। তাই তাদের এই বক্তব্যকে আত্মবিশ্বাসের বাহুল্য বলেই মনে হচ্ছে। তবে তারা অবশ্যই দারুণ একটা দল। টেস্ট জয়ের জন্য তাদের প্রয়োজনীয় দক্ষতা আছে। নিজেদের মাটিতে তারা নিঃসন্দেহে শক্তিশালী একটা দল। কিন্তু তাদের এই বক্তব্য আমাকে বেশ বিস্মিত করেছে। ‘
স্মিথ একপর্যায়ে জানান যে, বহুল আলোচিত অ্যাস্টন অ্যাগার একাদশে থাকছেন। ৪ বছর পর তার প্রত্যাবর্তন ঘটছে। মিরপুরের উইকেটও ভারতের মত হতে পারে বলেই মনে করছেন তিনি। স্পিন মোকাবেলায় প্রস্তুত তার দল। এছাড়া স্মিথ বলেন, ‘আমি মনে করি এটা দুর্দান্ত একটা সিরিজ হতে যাচ্ছে। আমার দলের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে ভারত সফরের অভিজ্ঞতা এই সিরিজে কাজে দেবে বলে আমি মনে করছি। ‘