হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নাশকতার অপরাধে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হেফাজতের নেতা জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এদিকে তার বিরুদ্ধে দায়ের করা আগের মামলাগুলোর গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া নতুন করে তার বিরুদ্ধে নাশকতার মামলাও দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধ‘শিশুবক্তা’ রফিকুল দুই দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধভাইস চেয়ারম্যানের কিলঘুষিতে এক বৃদ্ধের মৃত্যু