সোমবার বিকালে তার কাছ থেকে যাবতীয় হিসাবপত্র ও অফিস কক্ষ বুঝে নেয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে মাওলানা মুনির আহমদ যুগান্তরকে বলেন, হেফাজত আমিরের ছেলে মাওলানা আনাস মাদানীর সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল।
বিষয়টি গত ১৫ জুলাই হাটহাজারী মাদ্রাসার মজলিশে শূরার বৈঠক শেষে নিরসন হয়েছিল। তবে সোমবার বিকেলে তার কাছ থেকে যাবতীয় হিসাবপত্র ও অফিস কক্ষ বুঝে নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, আমি ১৯৯৫ সালের জানুয়ারি থেকে হাটহাজারী মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘ ২৩ বছরে আমার সাধ্যানুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি।
মাওলানা আনাস মাদানীর ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে আমাকে দীর্ঘ ২৩ বছরের কর্মস্থল থেকে অব্যাহতি পেতে হবে, তা কল্পনাও করিনি।
মাওলানা মুনির আহমদ বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। অনেক কথা বলার থাকলেও আমি ধৈর্য ধারণের চেষ্টা করছি।
এ ব্যাপারে হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক ও হেফাজতের কেন্দ্রীয় মহাসচিক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি। যুগান্তর