হিন্দু নারীদের বিয়েবিচ্ছেদ-সম্পত্তিতে উত্তরাধিকার দিতে রুল জারি

নিজস্ব প্রতিবেদক:

হিন্দু ধর্মাবলম্বী নারীদের বিয়েবিচ্ছেদের অধিকার, বিয়ে নিবন্ধন, ব্যবস্থাপনা, অবিভাবকত্ব, সম্পত্তিতে উত্তরাধিকার দিতে কর্তৃপক্ষের নিষ্কৃয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী মো. শাহিনুজ্জামান।

‘উইমেন্স রাইট বাস্তবায়নে’ করা রিটের শুনানি নিয়ে রোববার (১৪ মে) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহাবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন, অ্যাডভোকেট এস এম রেজাউল করিম, অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান ও অ্যাডভোকেট তামান্না।

 

পূর্ববর্তী নিবন্ধমোখার তাণ্ডবে লন্ডভন্ড সেন্টমার্টিন
পরবর্তী নিবন্ধমায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই: অপু বিশ্বাস