হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হিসেবে শেখ নাইম কাসেমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এতদিন সশস্ত্র গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার।

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকেই কে ধরছেন হিজবুল্লাহর হাল তা নিয়ে নানা চর্চা চলে। গুঞ্জন ছিল হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। কিন্তু হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। যার ফলে নাইম কাসেম এখন হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হলেন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে নির্বাচিত হয়েছেন। আরও বলা হয়েছে, তারা দোয়া করবে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দিন।

৭১ বছর বয়সী কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর ‘দুই নম্বর’ (শীর্ষস্থানীয় নেতা) হিসেবে উল্লেখ করা হয়ে। তিনি ১৯৮০’র দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার।

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ
পরবর্তী নিবন্ধ‘আমার ভাই ভিনি রাজনীতির শিকার’