হার দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু বাংলাদেশের

পপুলার২৪নিউজ ডেস্ক :বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচেই হারের স্বাদ পেল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েচে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ফিলিস্তিন। ২৯ মিনিটে খালেদ সালেম গোল করে এগিয়ে দেন চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে বাংলাদেশ। পরে অনেক চেষ্টা করলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

অথচ গোল হজমের আগ পর্যন্ত তুলনামূলক প্রাধান্য নিয়ে খেলছিল বাংলাদেশ। শুরু থেকে জামাল ভূঁইয়াদের বল দখলে মরিয়া হতে দেখা গেলেও মধ্যপ্রাচ্যের দেশটি হালকা মেজাজেই খেলেছে। বাংলাদেশ গোটাতিনেক আক্রমণ করে সফল না হলেও ফিলিস্তিন প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয়।

ফিলিস্তিন গোল করে এগিয়ে যায় পাল্টা আক্রমণ থেকে। বাম দিকে পাওয়া বল নিয়ে একটু ঢুকে খালেদ সালেম কোনাকুনি শটে গোল করেন।

এর আগে বাংলাদেশ দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সাদ উদ্দিনের শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলে এবং তপু বর্মনের শট সাইডনেটে লাগলে সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের।

বাংলাদেশ একাদশ
আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, রহমত মিয়া, তপু বর্মন, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম মামুন, সাদ উদ্দিন, মতিন মিয়া, সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সরকারের জনপ্রিয়তা বেড়েছে উন্নয়নে: আইআরআই
পরবর্তী নিবন্ধজায়রাকে ‘মলেস্ট’ করায় ব্যবসায়ীর কারাদণ্ড