পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের মিসিসিপি নদীর কাছে আঘাত হেনেছে হারিকেন ন্যাটে।
দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৮৫ মাইল বেগে মিসিসিপি নদীর বুকে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। মিসিসিপি উপকূলে দ্বিতীয়বারের মতো এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হারিকেন ন্যাটের আঘাতে নিকারাগুয়া, কোস্টারিকা ও হন্ডুরাসে ২৫ জন নিহত হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আলাবামা, লুইজিয়ানা, মিসিসিপি ও ফ্লোরিডার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানার জন্য জরুরি মানবিক সহায়তার প্রস্তুতি রাখতে বলেছেন। এসব অঙ্গরাজ্যের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার রাতে ঝড়টি যুক্তরাষ্ট্র অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপসাগরীয় উপকূলে পাঁচটি বন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ তেল ও গ্যাস প্লাটফর্মই তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে। তারা ঝড়ের আগে তাদের উৎপাদন বন্ধ করে দেয়।