হারমানপ্রীতের শাস্তি কম হয়েছে: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে ভারতেই ব্যাপকভাবে নিন্দিত হয়েছেন হারমানপ্রীত কৌর। আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টির জেরে ম্যাচের ভেতরে ও ম্যাচের পর পুরস্কার বিতরণীতে তিনি যেসব আচরণ করেছেন, সেসবের দায়ে আইসিসি শাস্তিও দিয়েছে। আচরণবিধির দুটি ধারা ভঙ্গের দায়ে হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও পরবর্তী দুটি ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ম্যাচ নিষেধাজ্ঞা যথাযথ হলেও আর্থিক জরিমানা কম হয়ে গেছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, হারমানপ্রীত যেসব আচরণ করেছেন, মেয়েদের ক্রিকেটে এ ধরনের ঘটনা দেখা যায় না। আর্থিক শাস্তি হিসেবে ম্যাচ ফির পুরোটা জরিমানা করা যথাযথ হতো।

হারমানপ্রীতের এমন আচরণের প্রসঙ্গ উঠে আসে পাকিস্তানের সামা টিভির ‘গেম সেট ম্যাচ’ অনুষ্ঠানে। সেখানে উপস্থিত সঞ্চালক পুরো ঘটনা তুলে ধরলে আফ্রিদি বলেন, এখানে শাস্তি হওয়া উচিত। পরে এরই মধ্যে ৭৫ শতাংশ ম্যাচ ফি শাস্তি ঘোষণা হয়েছে জানালে আফ্রিদি ‘কম হয়ে গেছে’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক যোগ করেন, ‘আমি ঘটনাটা দেখিনি। তবে আপনার কাছে যা শুনলাম তাতে ১০০ ভাগ ম্যাচ ফি জরিমানা হয়, সঙ্গে ১-২টা ম্যাচ সাসপেন্ড।’

হারমানপ্রীতের মতো আচরণ মেয়েদের ক্রিকেটে নজিরবিহীন উল্লেখ করে আফ্রিদি এটিকে সীমা-ছাড়ানো বলেও অভিহিত করেন, ‘এ ধরনের ঘটনা আমরা অতীতেও দেখেছি। তবে মেয়েদের ক্রিকেটে এ ধরনের ঘটনা দেখা যায় না। এটা বাড়াবাড়ি হয়ে গেছে। এটা আইসিসির আয়োজনে বড় টুর্নামেন্ট ছিল। এই শাস্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করা হলো। ক্রিকেটে আগ্রাসী হওয়া যায়, কিন্তু নিয়ন্ত্রিত আগ্রাসনই ভালো। তবে এখানে ব্যাপারটা সীমা ছাড়িয়ে গেছে।’

 

পূর্ববর্তী নিবন্ধঅনাথ শব্দটা আমার কাছে গালির মতো : পরীমণি
পরবর্তী নিবন্ধএবার বাপের সঙ্গে আলোচনায় বসছে আল হিলাল