হানিফ সংকেতের সুরে গাইলেন নন্দিত ৫ শিল্পী

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারো বেশ কিছু চমক নিয়ে পর্বটি সাজিয়েছেন হানিফ সংকেত। এর অন্যতম হলো দেশাত্মবোধক গান। আর এই গানের সুর করেছেন হানিফ সংকেত নিজেই। কণ্ঠ দিয়েছেন পাঁচ তারকা সংগীতশিল্পী।

বরেণ্য এ সংগীতশিল্পীরা হলেন—সাবিনা ইয়াসমিন, শুভ্রদেব, রবি চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে ট্রমা ইনস্টিটিউটসের শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠান নির্মাতা হানিফ সংকেত জানান, শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটির ধারণের কাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট সোমবার
পরবর্তী নিবন্ধপরিকল্পনা কমিশন এখন সিস্টেমের মধ্যে চলে : রেহমান সোবহান