হাথুরুসিংহের সহকারী কোচ নিয়োগ দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কোনো কোচকেই চন্ডিকা হাথুরুসিংহের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়ার গুঞ্জন উঠেছিলো একবার। এ নিয়ে বরেণ্য কোচ সালাউদ্দিনের মনোভাব জানতে চাইলেও তিনি এ ব্যাপারে অনীহা প্রকাশ করেন। তবে, শেষ পর্যন্ত বিসিবি কোনো দেশি কোচের পথে হাঁটেনি। একজন বিদেশীকেই চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে।

নিক পোথাস, দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকেই হাথুরুর সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

৪৯ বছর বয়সী সাবেক এই ব্যাটারের সঙ্গে দুই বছরের চুক্তি করলো বিসিবি। আগামী মাসে যুক্তরাজ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধঢাকার অধিকাংশ মার্কেটই ঝুঁকিপূর্ণ : ফায়ার সার্ভিস
পরবর্তী নিবন্ধনোয়াখালীতে প্রবাসীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড