হাটহাজারীতে তিন মাংশ ব্যবসায়িকে জরিমানা


মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায়
হাটহাজারীতে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে হাটহাজারী পৌর এলাকার কাঁচাবাজার ও বাসস্ট্যান্ড
এলাকায় রমজান উপলক্ষে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিন মাংস ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে
মাংস ব্যবসায়ী নুরুচ্ছাফাকে ১০ হাজার এবং বাকী দুই ব্যবসায়ীকে ১৫ হাজার ও ১০
হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, মাংসের দাম নির্ধারণ করে দেয়ার পরও আজ
ক্রেতা সেজে সরেজমিনে গিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার
দায়ে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া অনেক দোকানে আইন
অনুযায়ী মূল্য তালিকা নেই। অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মাংস ব্যবসায়ী সমিতি সম্প্রতি
বৈঠক করে মাংসের দাম নির্ধারণ করে। নির্ধারিত দাম অনুযায়ী রমজান মাসে গরুর
মাংস হাঁড় ছাড়া ৬০০ টাকা এবং হাঁড়সহ সর্বোচ্চ ৫৫০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ বৃষ্টি ছবির সেই নায়িকার নতুন সিনেমা আসছে
পরবর্তী নিবন্ধউপজেলা ভোট: পঞ্চম ধাপের নির্বাচন ১৮ জুন