হাজী মকবুল হোসেনের মৃত্যুতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এমডির শোক

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মকবুল হোসেন। রোববার (২৪ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজী মকবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী শোক প্রকাশ করেন। ইউসুফ বলেন, বীমা শিল্প তার অবদান কখনো ভোলার নয়। মকবুল হোসেনের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। হাজী মকবুল হোসেন ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন। মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন। জানা যায়, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও পুরবী জেনারেল ইন্সুরেন্স এর চেয়ারম্যান ছিলেন। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে পৃথক সংঘর্ষে পুলিশ আহত হওয়ার মামলায় দুই আসামী গ্রেফতার
পরবর্তী নিবন্ধএসএসসি-সমমানের ফল প্রকাশ ৩১ মে