পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দুর্গত হাওর এলাকার মানুষের জন্য সরকার ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান নয় বলে জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জের বেকার হাওরসহ কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন শেষে বিএনপি প্রতিনিধি দলের প্রধান ও দলটির ভাইস প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
বিএনপি প্রতিনিধি দল এদিন সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে।
গত ৩০ এপ্রিল সুনামগঞ্জের দুর্গত হাওর এলাকা পরিদর্শন শেষে শাল্লায় দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। আগামী বোরো ফসল পর্যন্ত দুর্গত মানুষের জন্য সরকার খাবারের ব্যবস্থা করবে। ওএমএসের চাল ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো নিশ্চিত করা হবে। ফসলহানির অজুহাতে খাদ্য শষ্যের দাম বাড়ানো হলে ব্যবস্থা নেয়া হবে। বরো ফসলের সব কৃষিপণ্য বিনামূল্যে প্রদান করা হবে। বাঁধ নির্মাণে দুর্নীতি হলে ছাড় দেয়া হবে না।
প্রধানমন্ত্রীর এসব প্রতিশ্রতির কথা স্মরণ করে আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার দুর্গত হাওরবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে বা দিচ্ছে বাস্তবে তা দৃশ্যমান হচ্ছে না।
প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা দুর্গত মানুষকে দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।
তিনি সুনামগঞ্জকে আগামী ৬ মাসের জন্য দুর্গত এলাকা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
হাওর পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির সাংগঠনিক সম্পাদক ড. সাখাওয়াত হোসেন জীবন, কলিমউদ্দিন আহমেদ মিলন, সাবেক হুইপ ফজুলল হক আছপিয়া, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, ডা. রফিক চৌধুরী, নুরুল ইসলাম নুরুল।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।